বিএনপির মনোনয়ন নিয়ে উত্তেজনা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১১:০৩
                                        বিএনপির মনোনয়ন ঘোষণার পর ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়নবঞ্চিত নেতা সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকীর সমর্থকরা।
সোমবার (৩ নভেম্বর) রাত আটটার দিকে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বরে এ বিক্ষোভ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অবরোধের কারণে এক্সপ্রেসওয়ের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
শিবচর হাইওয়ে পুলিশের পরিদর্শক জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করে। কিন্তু তারা লাভলু সিদ্দিকীর পক্ষে স্লোগান দিতে থাকেন ও টায়ার জ্বালিয়ে অবরোধ চালিয়ে যান।
বিক্ষোভকারীরা দাবি করেন, বিএনপি ঘোষিত প্রার্থী কামাল জামানকে পরিবর্তন করে লাভলু সিদ্দিকীকে মনোনয়ন দিতে হবে। কামাল জামান শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভে শতাধিক মানুষ অংশ নেন। তারা এক্সপ্রেসওয়ের ওপর কাঠ ও টায়ার জ্বালিয়ে অবস্থান নেন, ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় ৮ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
যাত্রী দিলীপ মোদক বলেন, ‘রাত পৌনে আটটা থেকে আমরা বাসে আটকা পড়েছি। গোলচত্বরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছে, দুই পাশে অসংখ্য যানবাহন দাঁড়িয়ে আছে।’
এ বিষয়ে সাজ্জাদ হোসেন ওরফে লাভলু সিদ্দিকী বলেন, ‘যারা জয় বাংলা বলে, যাদের পরিবার কখনো বিএনপি করেনি, তাদেরই মনোনয়ন দেওয়া হচ্ছে। ৫ আগস্টের আগে তারা শিবচরে আসেইনি।’
পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে রাত ৯টা ৫০ মিনিটের দিকে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এরপর এক্সপ্রেসওয়ের যান চলাচল স্বাভাবিক হয় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।