মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মাদ্রাসা মুহতামিম পাল্টা সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১২:২৯

ছবি: সংগৃহীত

মাদ্রাসা মুহতামিম পাল্টা সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ডুমুরিয়া: নারী কেলেঙ্কারির মিথ্যা অভিযোগ তোলার বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন কুলবাড়িয়া আল হাবিব (সাঃ) নুরানী ক্যাডেট স্কীম মাদ্রাসার মুহতামিম মুহাম্মদ মোস্তফা কামাল। সোমবার সকালে ডুমুরিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ প্রতিবাদ জানান।

মুহতামিম জানান, “গত ১ নভেম্বর মঠবাড়িয়া এলাকায় নিজ বাড়িতে স্বামী সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে আমাকে ও আমার স্ত্রীর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক এবং অসত্য কল্প-কাহিনী প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে, রিপন মোড়ল ও তার পরিবারের সঙ্গে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এছাড়া এলাকার কিছু কুচক্রী মহল আমার ও মাদ্রাসার উন্নয়নে ঈর্ষান্বীত হয়ে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, “রিপন দম্পতির মেয়ে আয়েশা খাতুন আমার মাদ্রাসার ছাত্রী ছিল, তবে তিনি ৫ বছর আগে মাদ্রাসা ত্যাগ করেছেন। তার মা শিপু বেগমের সঙ্গে আমার কখনও ঘনিষ্ঠ বা প্রেমের সম্পর্ক ছিল না, আজও নেই। আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি এম আলী আহমেদ, মাওলানা মুজিবুর রহমান, মোঃ অলিয়ার রহমান, লুৎফর রহমান, হাসানুজ্জামান প্রমুখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top