মায়ের কান্নার ভিডিও দেখে ফিরিয়ে দিয়েছে অপহৃত ফারহানকে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ১৫:৩২
                                        হবিগঞ্জের লাখাই উপজেলার কাটিহারা গ্রামের শিশু ফারহান (১২) নিখোঁজ হওয়ার দুই মাস পর ফিরে এসেছে, মূলত তার মায়ের কান্নাকাটির একটি ভিডিও ছড়িয়ে পড়ার কারণে।
ফারহানের বড় বোন রেখা বেগম জানিয়েছেন, ফারহান কিশোরগঞ্জের অষ্টগ্রামে তার কাছে থেকে হিফজ বিভাগে পড়াশোনা করত। ২০ সেপ্টেম্বর মা রাহেলা বেগম তাকে মাদরাসায় পাঠানোর জন্য নৌকায় উঠিয়েছিলেন। কিন্তু ফারহান আর বাড়ি ফেরেনি। তাকে অপহরণ করে নেয় একটি শিশু অপহরণকারী চক্র।
রাহেলা বেগম দুই মাস ধরে সন্তানের খোঁজে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলেন। ৩১ অক্টোবর রাজধানীর নিকেতন পার্কের কাছে সন্তান খোঁজার সময় কন্টেন্ট ক্রিয়েটর মাহসান স্বপ্ন তার একটি ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, রাহেলা বেগম চিৎকার ও কান্নাকাটি করছেন, সন্তানের জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত।
রেখা বেগম জানান, ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ২৪ ঘণ্টার মধ্যে ফারহানকে ফেরত দেয় অপহরণকারী চক্র। ফারহান জানিয়েছে, তাকে দুই মাসের বেশি সময় একটি টিনের ঘরে আটকে রাখা হয়েছিল, যেখানে আরও কয়েকজন ছিল। অপহরণের সময় তার সামনের দুটো দাঁত ভাঙা, পা ও হাতে নখের ক্ষতি হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাহসান স্বপ্ন জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার কারণে অপহরণকারীরা ফারহানকে মায়ের কান্না দেখান। তখন ফারহানও কান্না করতে শুরু করে এবং পরে তাকে কামরাঙ্গীর চরে ব্রিজের কাছে সিএনজি থেকে নামিয়ে দেওয়া হয়।
মাহসান স্বপ্নের মতে, এই ঘটনার পর তার কাছে অন্তত ৫০ জন ফোন ও মেসেজ এসেছে, যারা তাদের নিখোঁজ সন্তান খুঁজছেন। তিনি বলেছেন, “এটি খুবই অ্যালার্মিং। ভিডিওর মাধ্যমে মানুষ অনেক দ্রুত নিখোঁজ সন্তান খুঁজে পেতে পারেন।”
নিফ্লা৭১/ওতু
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।