বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুনের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১০:৫৫

ছবি: সংগৃহীত

ফ্রান্স প্রবাসী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠের পাশে ‘শ্যামাপাখি’ নামের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

বুধবার (৫ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পিনাকী ভট্টাচার্য এ বিষয়ে অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে এলাকাবাসীর ধারণা, দুইজন মাদকসেবী ওই বাড়ির সামনে মাদক সেবন করে উপকরণ ফেলে গেছে, যার কারণে আগুনের ঘটনা ঘটতে পারে।

ফেসবুক পোস্টে পিনাকী ভট্টাচার্য লিখেছেন—

“আমার বগুড়ার বাসার সামনের দরজায় মঙ্গলবার রাত ২টায় দুজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায়। আপনারাই বলুন, আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে? আওয়ামী লীগও এই দুঃসাহস করে নাই। বাসায় আমার বৃদ্ধা মা থাকেন। এই পিশাচদের সেই বোধটাও নাই। এরা করতে আসছে রাজনীতি। আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি। আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি। আমাকে কোনো হুমকিই থামাতে পারবে না। আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না। ইনকিলাব জিন্দাবাদ।”

এ বিষয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সাংবাদিকদের মাধ্যমে ও ফেসবুকে বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন,

“সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে দুই তরুণ পিনাকীর বাড়ির সামনে অবস্থান করছিল। ধারণা করা হচ্ছে, তারা মাদকসেবী হতে পারে। মাদকসেবনের পর তারা দরজার সামনে উপকরণ ফেলে গেছে। এরপরও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন,

“ঘটনা জানার সঙ্গে সঙ্গে পিনাকী ভট্টাচার্যের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top