চলন্ত ট্রেনের যন্ত্রাংশ ভেঙে পড়লে আহত কয়েকজন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১১:৪৮
ঝিনাইদহের কালীগঞ্জে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের একটি চাকার স্প্রিং ও কিছু যন্ত্রাংশ হঠাৎ রেললাইনের ওপর ভেঙে পড়ে। এতে রেলগেটের গেটম্যান ও রেলক্রসিং পারাপারের অপেক্ষমাণ কয়েকজন পথচারী আহত হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে বাবরা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। খুলনা থেকে আসা ট্রেনটির শেষ বগির কিছু যন্ত্রাংশ ভেঙে পড়লে পাথরের আঘাতে পথচারীরা আহত হন। পরে তাদের স্থানীয় ক্লিনিক থেকে চিকিৎসা প্রদান করা হয়।
বাবরা রেলগেটের গেটম্যান হেলাল উদ্দিন জানান, তিনি ট্রেন ক্রসিং অতিক্রমের সময় লাইনের পাশে দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন। ট্রেন অতিক্রম করার পরই তিনি স্টেশন মাস্টারকে ফোন করে ঘটনাটি জানান।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন কালবেলা বলেন, ৪১৩২ নম্বর লাগেজভ্যানের চাকার স্প্রিং ও কিছু যন্ত্রাংশ ভেঙে পড়ায় বগিটি চলাচলের উপযোগী ছিল না। মালপত্র অন্য বগিতে স্থানান্তর করার পর ট্রেন দুপুর ১টা ১৮ মিনিটে স্টেশন ত্যাগ করে। তবে এই ঘটনায় ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং চলাচল স্বাভাবিক রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।