পিনাকী ভট্টাচার্যের বাড়িতে আগুন; নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১২:৪৪

সংগৃহীত

প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে পিনাকী ভট্টাচার্য তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি পোস্টে বলেন, আমার বাড়ি ভস্মীভূত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না।” তিনি দোষীদের বিচারের দাবি জানান।

বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, ভিডিও ফুটেজে দেখা যায়, দুজন যুবক এসে একটি ছোট পলিথিনের টুকরোতে আগুন ধরিয়ে দরজার সামনে ফেলে চলে যায়।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম প্রাথমিকভাবে এটিকে মাদকসেবীদের কাজ বলে মনে করছেন। তবে পুলিশ বলছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং বাড়ির সামনে পুলিশও মোতায়েন করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top