বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

মুন্সীগঞ্জের পোষা বিড়াল ‘ক্যান্ডি’ ইতালিতে পাড়ি জমাল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১৩:৪৭

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ থেকে পার্সপোর্টসহ ইতালিতে পৌঁছেছে চার বছরের পোষা বিড়াল ‘ক্যান্ডি’। বুধবার (৫ নভেম্বর) রাত সোয়া ৩টায় কাতার এয়ারলাইন্সে ক্যান্ডি ইতালির উদ্দেশে উড়াল দিয়েছে।

মুন্সীগঞ্জ শহরের মানিকপুরের রিক্তা বেগম ২০২১ সাল থেকে ক্যান্ডিকে পরিবারের সদস্যের মতো লালন করছেন। বিদেশে যাওয়ার আগে পরিবারের আবেগ ও ক্যান্ডির স্বাস্থ্যের কথা ভেবে তাকে বিশেষ খাঁচা, বিমানের টিকিট, সরকারি অনুমতি, পাসপোর্ট এবং ট্রানজিট বিমানবন্দর ক্লিয়ারেন্সসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নেওয়া হয়েছে।

ক্যান্ডির ভ্রমণ খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। বিমানের ভাড়া ৩৫০ মার্কিন ডলার (প্রায় ৪০ হাজার টাকা), এছাড়া পোষা প্রাণীর পাসপোর্ট, ‘নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)’ ও স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত অন্যান্য খরচ অন্তর্ভুক্ত।

মাইক্রোচিপ স্থাপন ও টিকা সহ স্বাস্থ্য সার্টিফিকেটের মাধ্যমে ক্যান্ডির আন্তর্জাতিক ভ্রমণের সব নিয়ম মানা হয়েছে। রিক্তা বেগম বলেন, “ক্যান্ডি আমাদের পরিবারের আনন্দের উৎস। ও ছাড়া ঘর ফাঁকা মনে হয়।”

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top