বৃহঃস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্টে সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালক আটক

রাকিব ইসলাম | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ২০:০৫

ছবি: সংগৃহীত

বুড়িমারী স্থলবন্দর বিজিবি চেকপোস্ট এ পণ্য খালাসবাহী ট্রাকে ২৭২ কেজি সীসা ও ঔষধসহ ভারতীয় ট্রাকচালককে আটক ক রেছে বিজিবি।

 

 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্ট দিয়ে পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাকটি বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে বুড়িমারী স্থলবন্দর চেকপোস্টের বিজিবি সদস্যরা ট্রাকটি তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। 

 

 

আটককৃত ভারতীয় ট্রাকচালকের নাম সমির পাল। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা গ্রামের গৌরাঙ্গ পালের ছেলে। 

 

 

কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় ট্রাক চালকের যোগসাজশে সীসা ও ঔষধ চোরাচালানের উদ্দেশ্যে এই পণ্য খালাসবাহী ট্রাকে নিয়ে আসে বলে সাধারণ ব্যবসায়ীদের ধারণা।

 

 

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক রতন সরকার (প্রশাসন) জানান, এটা পণ্য খালাসবাহী ভারতীয় ট্রাক। আনলোড করার পর পাথরের সাইড থেকে স্ট্রেইট ভারতে যাওয়ার সময় বিজিবি চেকপোস্টে তল্লাশি করে সীসা ও ঔষধ জব্দ করে। 

 

 

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান,পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্ট এ তল্লাশির এক পর্যায়ে ২৭২ কেজি সীসা ও ওসিকিন(৮০ এমজি) ১৫০০ পিচ ট্যাবলেট ও ওসিমার্ট (৮০ এমজি) ১৫০০ পিচ ঔষধ জব্দ করা হয়। 

 

 

জব্দকৃত সীসা ও ঔষধ বর্তমানে ৬১- বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top