শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

বিজিবি কর্তৃক ট্যাক্সমুক্ত পাথর উদ্ধারে অভিযান, জব্দ ১০,০০০ সিএফটি পাথর

মিঠু মুরাদ | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫, ১৪:৩৪

ছবি: সংগৃহীত

রংপুর ব্যাটালিয়ন (৫ বিজিবি) সীমান্ত এলাকার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে প্রায় ১০,০০০ সিএফটি ট্যাক্সমুক্ত পাথর জব্দ করেছে। বিজিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল।

 

শনিবার (৬ নভেম্বর ২০২৫) বিজিবি জানায়, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় রংপুর ব্যাটালিয়নের (৫ বিজিবি) টহল দল অভিযান পরিচালনা করে আনুমানিক ১০,০০০ সিএফটি পাথর জব্দ করে।

 

জব্দকৃত পাথরের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০,০০,০০০ টাকা। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে জব্দকৃত পাথর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

 

রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অবৈধ পাথর উত্তোলন ও পাচারের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top