শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

নওগাঁয় হারিয়ে যাওয়া ঘোড়ার গাড়িতে রাজকীয় বিয়ে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৬:০৭

সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় শনিবার (৮ নভেম্বর) হারিয়ে যাওয়া ঘোড়ার গাড়ির বরযাত্রা শৈলীতে বিয়ে সম্পন্ন হলো। গ্রামের মানুষদের মুখে হাসি, ঢোলের তাল, ঝলমলে ফুল আর ঘণ্টাধ্বনিতে পুরো পয়নারী গ্রাম পরিণত হলো এক উৎসবের মেলায়।

বিষ্ণুপুর গ্রামের কৃষক আফতাব হোসেনের ছেলে প্রকৌশলী আসিফ হোসেন ঘোড়ার গাড়িতে চড়ে কনের বাড়িতে যান। বরযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় তিন শতাধিক অতিথি, সঙ্গে ছিল ১২টি মাইক্রোবাস ও ৫০টিরও বেশি মোটরসাইকেল। গ্রামের প্রতিটি মোড়ে মানুষরা ছবি তুলতে ও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন।

বর আসিফ হোসেন বলেন, “শখের বসেই ঘোড়ার গাড়িতে বিয়ের পরিকল্পনা করি। বাবা-মা ও ছোট বোন উৎসাহ দিয়েছে। এটি আমার জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা।”

কনে মুসফিকা আশরাফি বলেন, “এ ধরনের আয়োজন ভাবতেও পারিনি। এখন সবই যান্ত্রিক গাড়ি আর আলোকসজ্জার মধ্যে, কিন্তু ঘোড়ার গাড়িতে বিয়ে একেবারে সিনেমার মতো।”

স্থানীয় স্কুলশিক্ষক আবু সাঈদ রোমেন রিপু বলেন, “বর আমার মামাতো ভাই। ছোটবেলা থেকেই তার রাজকীয় বিয়ের স্বপ্ন ছিল। আজ তা পূরণ হতে দেখে আমরা সবাই মুগ্ধ।”

ঘোড়ার খুরের টাপুর টুপুর, ঘণ্টাধ্বনি ও রঙিন সাজে ঘেরা বরযাত্রা পুনরায় গ্রামীণ ঐতিহ্য ও উৎসবের স্মৃতি ফিরিয়ে এনেছে।

 

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top