পঞ্চগড়ে শীতের আগমন, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬ ডিগ্রিতে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১০:৩৬
উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমন আগেই টের পাচ্ছে পঞ্চগড়বাসী। হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর হালকা কুয়াশায় ভোর থেকেই শীতের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। গত কয়েক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
রোববার (৯ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। বিশেষ করে পাথর শ্রমিক, দিনমজুর, রিকশাচালক ও ভোরের দিকে বাইরে কাজ করা শ্রমজীবী মানুষেরা শীতের কষ্ট অনুভব করছেন। স্থানীয়রা জানিয়েছেন, ভোরের দিকে ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে এখন থেকেই শীতের উপস্থিতি স্পষ্ট।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, “গত কয়েকদিন ধরেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। রোববার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিন তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।”
আবহাওয়া অফিস জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। দেশের উত্তরাঞ্চলে ধীরে ধীরে শীতের প্রভাব বাড়বে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
শীতের আগমনে পঞ্চগড় জুড়ে শুরু হয়েছে শীতবস্ত্রের প্রস্তুতি। তবে হঠাৎ ঠান্ডা আবহাওয়ায় নিম্নআয়ের মানুষের ভোগান্তি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।