শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১১:৫৬
“মানুষের জীবনে স্বার্থকতা একটাই—মরণের আগে তিনি তার ওপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছেন।” এই মূল্যবোধের কথা উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “মানুষ অন্যকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজেকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাই শিক্ষকদের উচিত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করা।”
শনিবার রাতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা আরও বলেন, “সাতক্ষীরার সিলভার জুবিলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান যথেষ্ট উন্নত। প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত পরিবার ও সমাজের সব সম্পদ ও শক্তি যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে মূল লক্ষ্য—শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি—অবশ্যই অর্জন করা সম্ভব।”
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী ও বর্তমান সভাপতি আবুল কাসেম প্রমুখ।
সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।