পঞ্চগড়ে চোর সন্দেহে যুবদল নেতাকে পিটিয়ে পা ভাঙলো স্থানীয়রা
পঞ্চগড় প্রতিনিধি | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৪:৩২
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় হামিদুল ইসলাম (৩৫) নামে এক যুবদল নেতাকে চোর সন্দেহে স্থানীয়রা পিটিয়ে তার বাম পা ভেঙে দিয়েছে।
স্থানীয়রা জানান, ঘটনা ঘটে শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া এলাকায়। হামিদুল ভবেশ চন্দ্র রায়ের বাড়ির তালা ভেঙে প্রবেশের সময় ধরা পড়েন এবং পালানোর চেষ্টা করেন। পালানোর সময় তিনি বাড়ির পাশের খালে পড়ে যান। এরপর স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়।
পুলিশ শনিবার সকালে হামিদুলকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ূন কবির জানিয়েছেন, হামিদুলের বাম পায়ের একাধিক স্থানে ভেঙে গেছে এবং ডান হাতও আঘাতপ্রাপ্ত।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার বলেন, চোর সন্দেহে তাকে স্থানীয়রা মারধর করেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। বাদী এ ঘটনায় লিখিতভাবে অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় যুবদল নেতারা জানিয়েছেন, হামিদুল কমিটিতে সাধারণ সদস্য। ওই রাতের ঘটনা নিয়ে তিনি আসলে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে স্থানীয় এক নারীর সঙ্গে দেখা করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন।
হামিদুল ইসলামের পরিবারের সঙ্গে যোগাযোগ করা গেলে তার বোন জামাই সফিয়ার রহমান বলেন, “হাসপাতালে আসার খবর শুনে আমি ছুটে গেছি। তবে কেন মারধর করা হয়েছে তা জানি না।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।