• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


সাভার থেকে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

সাভার থেকে | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২১ ০৯:২৯

গন্ধগোকুল উদ্ধার

সাভারের ধামরাইয়ের কাকরাইন নয়াপাড়া বাগান বাড়ি এলাকার এক জঙ্গল থেকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করেছে সংরক্ষণে রেখেছে সোহেল মোল্লা নামের এক স্থানীয় বাসিন্দা। বিষয়টি নিয়ে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সোহেল মোল্লাহ জানান, এলাকার কাকরাইন নয়াপাড়া বাগান বাড়িতে কিছু কিশোরকে জঙ্গলের দিকে ঢিল ছুড়তে দেখেন তিনি। পরে সেখানে গিয়ে দেখেন এই প্রাণীটি। এসময় একটি গর্তে থাকা প্রাণীটিকে তিনি উদ্ধার করে খাঁচা দিয়ে নিরাপদ স্থলে রাখেন তিনি।

সোহেল মোল্লাহ বলেন, ‘আমি গিয়ে দেখি নতুন এক প্রাণী। এই প্রাণীটি আমি আগে কখনো দেখিনি। এটাকে আমার হেফাজতে রেখেছি। বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে এটি নিয়ে যাবে।’

এ বিষয়ে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। খোঁজ খবরও নিয়েছি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের একটি দলের সঙ্গে কথা হয়েছে। তারা গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে উন্মুক্ত করে দেবে।’

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top