• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


কোটালীপাড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূ, ধর্ষক আটক

কোটালীপাড়া থেকে: | প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ১৫:০৩

কোটালীপাড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূ, ধর্ষক আটক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। সোমবার (০৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘাঘর কান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক মো: নাসির খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার স্বামী একজন অটোভ্যান চালক। অটোভ্যান চালিয়ে সে গভীর রাতে বাড়ি ফেরে। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এই সুযোগে আমার প্রতিবেশী মো: দুলাল খানের ছেলে মো: নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশে-পাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক মো: নাসির খানকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক মো: নাসির খানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top