• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


আশ্রয়ণ-২ প্রকল্প

প্রশাসনের কাছে সেনাবাহিনীর ব্যারাক হস্তান্তর

সাধাটা প্রতিনিধি: | প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ১৭:১৪

প্রশাসনের কাছে সেনাবাহিনীর ব্যারাক হস্তান্তর

আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইউনিয়নের সিপি গারামারা চরে নির্মিত ১৬টি ব্যারাক নির্মাণ কাজ শেষে উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (০৮ মার্চ) দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের সিপি গারামারা চরে নির্মিত ৪টি ইউনিট বিশিষ্ট ১৬টি ব্যারাকের ৮০ট গৃহ হস্তান্তর করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী মেজর এসজিএস জাকি।

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ ব্রিগেডের ৩৪ ই-বেঙ্গল (মেক)-এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মাণ কাজ শেষে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ. জাহাঙ্গীর কবির ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ. মহি-উদ্দিন জাহাঙ্গীরের কাছে এসব ব্যারাকের চাবি হস্তান্তর করা হয়।

এসময় লেফটেন্যান্ট কিবরিয়ার নেতৃতে সেনাবাহিনীর একটি পরিদর্শন টিমসহ গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মোঃ. সাখোওয়াত হোসেন, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল জলিল, স্থানীয় যুবলীগ নেতা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ আশ্রয়ণ প্রকল্পে ৪টি ইউনিটে ১৬টি পাকা ব্যারাক ৮০টি সেমি পাকা ঘর, ১টি মসজিদ, ১০টি নলকূপ ও ৩২টি শৌচাগার স্থাপন করা হয়। গত ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২১ সালে নির্মাণ সম্পন্ন হয়।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top