• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


কনিকা হত্যা মামলার আসামীকে জেলহাজতে প্রেরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি | প্রকাশিত: ৯ মার্চ ২০২১ ১৮:১২

কনিকা হত্যা মামলার আসামীকে জেলহাজতে প্রেরণ

লক্ষ্মীপুর চাঞ্চল্যকর কনিকা দেবনাথ হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পলাশ দেবনাথ সোমবার আদালতে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলহাজতে প্রেরণ করে।

গত ১৬ জানুয়ারী ২০১৯ তারিখে শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক শারীরিক, মানসিক ও পারিবারিক নির্যাতনে গৃহবধূ কনিকা দেবনবথকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে পিবিআই এর দেওয়া চার্জশীটের ভিত্তিতে আসামী স্বামী পলাশ দেবনাথকে জেলহাজতে প্রেরন করা হয।

বাদী পক্ষের আইনজীবি মিজানুর রহমান বলেন, আসামী পলশ দেবনাথ জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করে। বিজ্ঞ আদালত বাদী বিবাদী পক্ষের কৌশলীদের বক্তব্য শুনে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top