রবিবার, ৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় এক বৃদ্ধের মৃত্যু, শনাক্ত ৮৭ জন

গোপালগঞ্জ থেকে | প্রকাশিত: ২ জুলাই ২০২১, ২২:০৩

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় এক বৃদ্ধের মৃত্যু, শনাক্ত ৮৭ জন

গোপালগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে শাহজাহান মোল্যা (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া শনাক্ত হয়েছে ৮৭ জন। গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এস এম সাকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: এস এম সাকিবুর রহমান জানান, কারোনায় মৃত শাহজাহান মোল্যা বেশ কিছু দিন ধরে করোনা আক্রান্ত ছিলেন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬ জনে।

তিনি আরো জানান, গেল ২৪ ঘণ্টায় ১৮০টি নমুনায় পরীক্ষায় ৮৭ জন সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৮ দশমিক ৩৩ ভাগ। এছাড়া জেলায় সর্বমোট ২৬ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষায় ৫ হাজার ১৩৬ হন সনাক্ত হয়েছেন। জেলায় মোট মারা গেছেন ৫৬ জন। আর সুস্থ হয়েছেন ৪ হাজার ২২৫ জন।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top