• *** জাতীয় *** চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা: ব্লুমবার্গ *** সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক *** ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর দুইটা পর্যন্ত *** ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ *** সারাদেশ *** সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক *** টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ *** সারাবিশ্ব *** সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান *** ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১০ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


১৯ বছর পর পাকিস্তান সফর করবে কিউইরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ১৫:৫১

১৯ বছর পর পাকিস্তান সফর করবে কিউইরা

২০০৩ সালের পর মাঝের ১৯ বছরে পাকিস্তানের মাটিতে কোনো ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড ক্রিকেট দল। গতবছরের সেপ্টেম্বর-অক্টোবরে সেই সম্ভাবনা দেখা দিলেও নিরাপত্তার কারণ দেখিয়ে শেষ মুহূর্তে পাকিস্তান সফর বাতিল করে দিয়েছিল কিউইরা।

এবার মাত্র পাঁচ মাসের ব্যবধানে দুই টেস্ট, আট ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড। চলতি বছরের শেষ দিকে দীর্ঘ ১৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তান সফর করবে কিউইরা। এ সফরে চারটি ভিন্ন শহরে খেলবে তারা।

দুই দফার পাকিস্তান সফরে প্রথমে ডিসেম্বরে দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এ দুই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অন্যদিকে ওয়ানডে তিনটি আবার বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। আগামী বছরের এপ্রিল-মে মাসে তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি খেলতে আবার পাকিস্তান যাবে কিউইরা।






পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top