• *** জাতীয় *** বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি *** বাংলাদেশে খুব শিগগিরই গণঅভ্যুত্থান হবে: খন্দকার মোশাররফ *** ঢাবির পরীক্ষায় কান ও মুখ খোলা রাখার নোটিশ স্থগিত করেছেন হাইকোর্ট *** জাহাঙ্গীর মেয়র পদ ফিরে পাবেন কি না : হাইকোর্টের রায় বৃহস্পতিবার *** সারাদেশ *** ঝিনাইদহে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম উদ্বোধন *** মুন্সীগঞ্জে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড *** সারাবিশ্ব *** সৌদি আরবে বাস উল্টে অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯ *** ইউক্রেনকে ১৮টি লেপার্ড-২ ট্যাংক দিয়েছে জার্মানি *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


বিকাশ অ্যাপে ভ্রমণ এখন আরও সহজে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ০৯:২৬

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে বিকাশ গ্রাহকরা ‘গো জায়ান’ এর মাধ্যমে বিমানের টিকেট কাটা ও বিভিন্ন হোটেলের রুম বুকিং করতে পারবেন বিকাশ অ্যাপ থেকেই। এছাড়াও বাস, ট্রেন ও লঞ্চ এর টিকেট কাটা যাচ্ছে ঘরে বসেই যেকোনো সময়।

সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে ‘গো জায়ান’ হোটেল বুকিং ও বিমানের টিকেটিং সেবা। ‘গো জায়ান’ এর পাশাপাশি ‘বিডিটিকেটস’ ও ‘ফ্লাইট এক্সপার্ট’ এর সেবাও প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট বা অ্যাপে না গিয়ে বিকাশ অ্যাপেই নেয়া সম্ভব।

টিকেট কাটতে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের ‘টিকেট’ আইকন থেকে বিমান/বাস/ট্রেন/লঞ্চ অপশন বেছে নিয়ে পরবর্তী কয়েকটি সহজ ধাপে গন্তব্যের ও যাত্রীর বিস্তারিত তথ্য দিতে হবে। সবশেষে বিকাশ পিন দিয়ে বাড়তি কোন খরচ ছাড়াই টিকেট কাটতে পারবেন গ্রাহকরা।

বিকাশ অ্যাপে হোটেল বুকিং দেয়ার প্রক্রিয়াও একদম সহজ। হোমস্ক্রিনের ‘মোর’ অপশন থেকে ‘ট্রাভেল’ আইকনে গিয়ে ‘গো জায়ান’ নির্বাচন করে পরবর্তী কয়েকটি ধাপে পছন্দের হোটেল বা রিসোর্ট, সময় ইত্যাদি নির্বাচন করে বুকিং দেয়া যায় হোটেলের রুম।

একের পর এক নতুন সব সেবায় বদলে যাচ্ছে বিকাশ অ্যাপ যা ধীরে ধীরে গ্রাহকদের লাইফস্টাইল বা জীবনযাত্রার অংশ হয়ে উঠছে। সম্প্রতি বিকাশ অ্যাপের সর্বশেষ সংস্করণে যুক্ত হয়েছে বার্গার কিং এবং পিৎজা হাট-এ খাবার অর্ডার করার অপশন, আইফোন এর মাধ্যমে লগ ইন-এর ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা ফিচার সহ আরো অনেক সেবা।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top