• ** জাতীয় ** রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা ** রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ** সারাদেশ ** এবার আখাউড়া দিয়ে ভারতে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ ** লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই ** সারাবিশ্ব ** জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ** পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


কৌতুক অভিনেতা রাজুর অবস্থার অবনতি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ আগস্ট ২০২২ ০২:৪১

কৌতুক অভিনেতা রাজুর অবস্থার অবনতি

বলিউডের কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। ১০ আগস্ট একটি ওয়ার্কআউট সেশনের সময় হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাজু দিল্লির একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্টে রয়েছেন।

তবে ১৭ আগস্ট তার অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানা গেছে। এখন তার ব্রেন কাজ করছে না।

চিকিৎসকরা জানিয়েছেন, আগের চেয়ে রাজুর স্বাস্থ্যের অবনতি হয়েছে। এই মুহূর্তে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

ডাক্তাররা আশাবাদী যে রাজুর অবস্থার উন্নতি হবে এবং তার মস্তিষ্ক আবার কাজ শুরু করবে।

এদিকে রাজুর পিএ গারভিট নারাং ইন্ডিয়াটুডে.ইনকে জানায়, ‘চিকিৎসকরা জানিয়েছেন রাজুর মস্তিষ্ক কাজ করেছে না। তার মস্তিষ্কে সমস্যা ধরা পড়েছে। সঙ্গে হৃদযন্ত্রেও সমস্যা রয়েছে। আমরা সবাই চিন্তিত, প্রার্থনা করছি তার জন্য। একসপ্তাহ কেটে যাচ্ছে এখনও জ্ঞান ফিরেনি।

তার মাথায় চোট রয়েছে, মস্তিষ্কে সঠিকভাবে অক্সিজেন না পৌঁছানোর জেরে এই চোট।'

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top