• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


অভিনেতা আব্দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২০ ১১:২৭

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর শারীরিক অবস্থা খারা হলে জনপ্রিয় এই অভিনেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

আব্দুল কাদেরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভারতের চেন্নাইয়ে ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরের চিকিৎসা চলছিল। সেখানে তার কেমোথেরাপি দেয়ার কথাও ছিল; কিন্তু তার রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়ার কারণে কেমোথেরাপি দিতে পারেননি চিকিৎসকরা। পরে তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। 

প্রসঙ্গত, প্রয়াত হুমায়ূন আহমেদের লেখা 'কোথাও কেউ নেই' নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান আব্দুল কাদের। জনপ্রিয় এই অভিনেতা বহু নাটক-সিনেমা, বিজ্ঞাপনসহ জনপ্রিয় টিভি শো ইত্যাদিতে অভিনয় করেছেন।

এনএফ৭১/জেএস/এনএম/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top