• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


শাকিবকে নিয়ে আবারও বিতর্কে অপু!

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২১ ১৪:১৪

বাংলাদেশের চলচ্চিত্রের সাবেক তারকা-দম্পতি সাকিব খান এবং অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়েছে ২০১৮ সালের মার্চে। আর তা নিয়ে সেবার জন্ম নিয়েছিল নানা আলোচনা-সমালোচনার।

এ ঘটনার তিন বছরের বেশি পেরিয়ে গেলেও এ নিয়েই নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

জানা যায়, সম্প্রতি তিনি প্রযোজক হিসেবে নাম লিখিয়েছেন। প্রযোজক সমিতিতে নিজের নাম নিবন্ধনও করেছেন। প্রযোজক সমিতির সদস্যপদ পেতে আবেদনপত্রে চিত্রনায়িকা অপু বিশ্বাস তার স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম লেখেন।

বিষয়টি অবাক করে সংশ্লিষ্টদের। পরে যাচাই-বাছাইয়ে আটকে যায় অপুর আবেদন। তথ্য সংশোধন করে জমা দেওয়ার পর সদস্যপদ পান তিনি।

প্রযোজক সমিতির বিধি অনুযায়ী, নতুন কেউ সদস্যপদ নিতে চাইলে ১ লাখ ৩ হাজার টাকা জমা দিয়ে আবেদন করতে হবে। তবে যদি ওই ব্যক্তি কোনো প্রযোজকের স্বামী-স্ত্রী বা সন্তান হন, সেক্ষেত্রে মাত্র ১১ হাজার টাকা ফি দিয়েই তিনি সদস্যপদ নিতে পারবেন।

অপু বিশ্বাস এই সুযোগটাই নিতে চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। কারণ, আবেদনপত্রে তিনি স্বামীর নামের জায়গায় শাকিব খানের নাম ব্যবহার করেছেন। কারণ শাকিব প্রযোজক সমিতির একজন সদস্য।

অপুর এই কাণ্ডে বর্তমানে সরগরম ঢালিউডপাড়া। অপুর এই কৌশলকে ভালোভাবে নেননি প্রযোজক সমিতির কর্তারা। পড়ে অপু ভুল সংশোধন করে পুরো টাকা জমা দিয়েই নিবন্ধন করেন।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top