• *** জাতীয় *** চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা: ব্লুমবার্গ *** সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক *** ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর দুইটা পর্যন্ত *** ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ *** সারাদেশ *** সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক *** টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ *** সারাবিশ্ব *** সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান *** ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১০ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


কনসার্টে কৈলাস খেরকে বোতল নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২৩ ২২:৪৪

কৈলাস খের

ভারতের কর্নাটকে গায়ক কৈলাশ খেরের শো চলাকালীন তাকে লক্ষ্য করে বোতল ছোঁড়ার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, হাম্পিতে শো ছিল গায়কের। কনসার্টে একের পর এক হিন্দি গান করছিলেন তিনি। অভিযোগ, তাঁর হিন্দি গান গাওয়া নিয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করে উপস্থিত শ্রোতাদের একাংশ। আঞ্চলিক ভাষায় গান গাওয়ার জন্য অনেকেই আবেদন করেন গায়ককে। কৈলাশ শুধুই হিন্দি গান করছিলেন বলে অভিযোগ। হঠাৎই তাঁকে লক্ষ্য করে বোতল নিক্ষেপ করা হয় যা গায়কের থেকে কিছু দূরেই পড়ে। সামান্য এদিক-ওদিক হলেই বড় কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে আশঙ্কা প্রকাশ করছেন উপস্থিত সতীর্থরা।

আরও পড়ুন: আবারও নতুন এক ওয়েব সিরিজে মিথিলা

যদিও এরপরেও গান থামাননি কৈলাশ খের। কিছুক্ষণ পর ওই বোতলটিকে স্টেজ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার সময় পুলিশ একজনকে চিহ্নিত করে আটক করেছে। পাশাপাশি এই ঘটনার কারণ কী, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সংবাদে জানা গেছে, যে ব্যক্তি বোতল ছুড়েছিলেন, তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কর্নাটক পুলিশ। যদিও গায়ক এখন কেমন আছেন, সে খবর পাওয়া যায়নি।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top