• *** জাতীয় *** চতুর্থ মেয়াদেও জয়ী হবেন শেখ হাসিনা: ব্লুমবার্গ *** সাংবাদিকতা নয়, মিথ্যা তথ্যের বিরুদ্ধে মামলা হয়েছে: আইনমন্ত্রী আনিসুল হক *** ৫ এপ্রিল থেকে মেট্রোরেল চলবে দুপুর দুইটা পর্যন্ত *** ঈদের ৬ দিন ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ *** সারাদেশ *** সুন্দরবনে হরিণের মাথাসহ দুই শিকারি আটক *** টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২ *** সারাবিশ্ব *** সূর্যের চেয়েও ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের সন্ধান *** ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুন, নিহত ১০ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


শুটিংয়ে গুরুতর আহত অভিনেত্রী দিব্যা

শাকিল খান | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩ ১৬:২৯

দিব্যা খোসলা কুমার

গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী-নির্মাতা দিব্যা খোসলা কুমার। শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছেন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হন তিনি। চোট পাওয়ায় দিব্যার ফর্সা গালে লাল লাল ছোপ পড়েছে।

গতকাল (১৫ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে এই বিষয়টি জানান তিনি।

দিব্যা পোস্টে লিখেছেন, 'একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট চলাকালীন গুরুতর আহত হই। তবে থামলে চলবে না। শো মাস্ট গো অন। আপনাদের আশীর্বাদ কাম্য'। এই মুহূর্তে লন্ডনে রয়েছেন দিব্যা। তবে কোন সিনেমার শুটিং গিয়ে এমন অঘটন তা জানাননি।

প্রায় ২০টি মিউজিক ভিডিওর পরে দিব্যা ছবি পরিচালনায় হাত দেন। তার পরিচালিত প্রথম ছবি ‘ইয়ারিয়ান’, তার পর ‘সানাম রে’। খুব শীঘ্রই আসতে চলেছে ‘ইয়ারিয়ান ২’।

শুধু অভিনয় নয়, পরিচালক ও প্রযোজক হিসেবেও অভিষেক ঘটেছে দিব্যার। এরই মধ্যে তার প্রযোজিত ৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top