জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল আর আমাদের মাঝে নেই
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ১৯:৩৬

প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল আর আমাদের মাঝে নেই |রাতুল দীর্ঘদিন ধরে ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন । আজ (২৭ জুলাই) উত্তরার একটি জিমে থাকা অবস্থায় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরে তাঁকে চিকিৎসার জন্য উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় । সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হলে ঘণ্টাখানেকের মধ্যেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম।
চিত্রনায়ক জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী । তিনজনই যুক্ত ছিলেন ব্যান্ডের সঙ্গে।তবে অল্প বয়সেই এক ভাই চলে গেলো না ফেরার দেশে।তার এই অকাল মৃত্যুতে সংগীতজগত শোকাহত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।