বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

দ্বিতীয়বার মা হওয়া নিয়ে নীরবতা কেন, ব্যাখ্যা দিলেন বুবলী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৫

সংগৃহীত

তারকাদের ব্যক্তিগত জীবন ঘিরে কৌতূহল নতুন নয়। সম্প্রতি সেই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর ছেলে শেহজাদ খান বীর ও ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের পর থেকেই তার দ্বিতীয়বার মা হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। দেশে ফেরার পর তার পোশাক ও চলাফেরায় পরিবর্তনের কথা তুলে ধরে নেটিজেনরা সেই জল্পনা আরও বাড়ান।

এ বিষয়ে গণমাধ্যমের একাধিক প্রশ্নের মুখেও দীর্ঘদিন নীরব ছিলেন বুবলী। অবশেষে সম্প্রতি এক অনুষ্ঠানে সেই নীরবতার কারণ ব্যাখ্যা করেন তিনি। বুবলী জানান, গুজব ও নেতিবাচকতা সামলানোর ক্ষেত্রে তার অনুপ্রেরণা শাকিব খান। তার কাছ থেকেই তিনি শিখেছেন—সব প্রশ্নের উত্তর দিতে নেই, কাজই নিজের হয়ে কথা বলে।

বুবলী বলেন, অনেক প্রশ্ন সদিচ্ছা থেকে আসে না; বরং হিংসা ও হতাশা থেকেই নেতিবাচক মন্তব্য করা হয়। সেসবের জবাব দিতে গেলে নিজের কাজেই ব্যাঘাত ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাণিজ্যের জন্য গুজব ছড়ানোর প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার মতে, ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও নেতিবাচকতা ছড়িয়ে ভিউ বাড়ানোর এই মানসিকতা বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি।

এর আগে অন্তঃসত্ত্বা হওয়ার প্রসঙ্গে বুবলী জানিয়েছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য সঠিক সময় ও উপলক্ষ প্রয়োজন। তার এই রহস্যময় নীরবতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top