সমালোচকদের উদ্দেশে ফেসবুকে কড়া বার্তা পরীমণির
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৬
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও গ্ল্যামারাস নায়িকা পরী মণি আবারও আলোচনায়। রূপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই অভিনেত্রীকে ঘিরে মাঝেমধ্যেই কটাক্ষ ও সমালোচনা দেখা যায়। এবার সেই সমালোচকদের উদ্দেশেই ফেসবুকে এক তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরী মণি লেখেন, অন্যের বয়স বা সৌন্দর্য নিয়ে মন্তব্য না করে নিজের জীবনের সৌন্দর্য খুঁজে উপভোগ করা উচিত। তিনি বলেন, জীবন ছোট-বড় নয়, বরং অনিশ্চিত—এই সত্যটা বুঝে খুশি থাকতে শেখাই সবচেয়ে জরুরি।
সমালোচকদের মানসিকতাকে ‘কুৎসিত’ উল্লেখ করে তিনি আরও লেখেন, মনের কুৎসিততার কারণে অনেকেই সুন্দর কিছু দেখতে ব্যর্থ হয়। তবে এসব নেতিবাচকতায় তিনি বিচলিত নন বলেও জানান। নিজের আত্মবিশ্বাস প্রকাশ করে পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি একটা পরী।’
পরীমণির এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভক্তরা তার সাহসী ও আত্মবিশ্বাসী বক্তব্যের প্রশংসা করছেন। নেটিজেনদের অনেকের মতে, অকারণে বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রলকারীদের জন্য এটি একটি যথার্থ জবাব।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।