বৃহঃস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

স্মৃতিচারণে প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১২:২৮

সংগৃহীত

সময়ের স্রোতে অনেক বছর পেরিয়ে গেলেও কিছু মুহূর্ত রয়ে যায় স্মৃতির গভীরে। তেমনই একটি বছর ছিল ২০১৬, যা নিজের ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বলিউড ও হলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণামূলক একাধিক পোস্টে তিনি সেই ঘটনাবহুল সময়ের কথা তুলে ধরেন, যাকে তিনি নিজেই আখ্যা দিয়েছেন—‘সবকিছু একসঙ্গে ঘটে যাওয়ার বছর’।

২০১৬ সালে প্রিয়াঙ্কার পেশাগত জীবন পৌঁছেছিল এক অনন্য উচ্চতায়। বলিউডে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তিনি লাভ করেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী। রাষ্ট্রপতি ভবনে এই সম্মান গ্রহণের মুহূর্তকে আজও গর্বের স্মৃতি হিসেবে দেখেন এই অভিনেত্রী।

একই সময়ে আন্তর্জাতিক অঙ্গনেও উজ্জ্বল হয়ে ওঠে তার উপস্থিতি। ওই বছরই তিনি আমন্ত্রণ পান হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে, যেখানে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রিয়াঙ্কার ভাষায়, অভিজ্ঞতাটি ছিল ‘অবিশ্বাস্য’ এবং একটি বৈশ্বিক মঞ্চে নিজের দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

২০১৬ সালেই আমেরিকান টেলিভিশনে জনপ্রিয় সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে অভিষেক ঘটে প্রিয়াঙ্কার। সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং আমেরিকান নেটওয়ার্ক ড্রামায় প্রধান চরিত্রে অভিনয় করা প্রথম দক্ষিণ এশীয় নারী হিসেবে ইতিহাস গড়েন তিনি। এ সিরিজের জন্য তিনি অর্জন করেন পিপলস চয়েস অ্যাওয়ার্ড।

ফ্যাশন ও গ্ল্যামার দুনিয়াতেও বছরটি ছিল স্মরণীয়। ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে উপস্থাপক হিসেবে অংশ নিয়ে জুহাইর মুরাদ ডিজাইন করা সাদা গাউনে অস্কারের লাল গালিচায় হাঁটার মুহূর্তটি তার ক্যারিয়ারের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে বিবেচিত।

বর্তমানেও থেমে নেই প্রিয়াঙ্কার ব্যস্ততা। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী এখন কাজ করছেন অ্যাকশন থ্রিলার ‘দ্য ব্লাফ’-এ, যা অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। পাশাপাশি তার ঝুলিতে রয়েছে এস এস রাজামৌলি পরিচালিত ও মহেশ বাবু অভিনীত নতুন ছবি ‘বারানসী’।

সব মিলিয়ে, ২০১৬ সাল ছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জীবনের এমন এক অধ্যায়, যেখানে পরিশ্রম, স্বীকৃতি ও আন্তর্জাতিক সাফল্য একসঙ্গে এসে তাকে প্রতিষ্ঠিত করেছে একজন গ্লোবাল আইকন হিসেবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top