বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

মৌসুমীর বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুশিয়ারি দিলেন হাসান জাহাঙ্গীর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৩:৩৭

সংগৃহীত

চিত্রনায়িকা মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি একটি টেলিফিল্মে (‘সুন্দরী পিএস চাই’) একসঙ্গে কাজ করার পর অনলাইনে ভুয়া খবর ছড়ানো হয়েছে যে, তিনি মৌসুমীকে বিয়ে করেছেন।

জাহাঙ্গীর বলেন, “এটি অত্যন্ত বিব্রতকর। আমাদের সম্পর্কে ভিত্তিহীন খবর ছড়ানো হলে আমি আইনি পদক্ষেপ নেব। ১০ কোটি টাকার মানহানি মামলা করার পাশাপাশি সাইবার সুরক্ষা আইনে ব্যবস্থা নেব।” তিনি আরও বলেন, “এভাবে ছবি ও ভিডিও এআই ব্যবহার করে তৈরি করা হচ্ছে। শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশ থেকেও খবর ছড়াচ্ছে।”

তিনি মৌসুমী ও ওমর সানীর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন, “ওমর সানী ভাইয়ের সঙ্গে আমাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। পারিবারিক সম্পর্ক রয়েছে। এসব গুজবের কোনো ভিত্তি নেই।”

জাহাঙ্গীর জানান, টেলিফিল্মটি যুক্তরাষ্ট্রে ও দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে এবং দর্শকরা গল্পের বার্তাকে পছন্দ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top