• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন শ্রীলেখা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ১২:১৫

ছবিতে শ্রীলেখা

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রি এবং দেশের বিভিন্ন ইস্যুতে একাধিকবার মুখ খুলেছেন। হয়েছেন গণমাধ্যমের শিরোনাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও সক্রিয় তিনি। বাম আদর্শের এ অভিনেত্রী যোগ দিয়েছিলেন বামফ্রন্টের সমাবেশেও।

বাম রাজনীতিতে প্রসঙ্গে শ্রীলেখা মিত্র বলেন, যখন বাম সরকার ছিল তখন আমার প্রয়োজন মনে করিনি। কিন্তু অনেকেই বাম সরকারের সময় সুযোগ সুবিধা নিয়েছেন। অনেকে বিয়েতে মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করেছেন, দেখানোর জন্য যে মুখ্যমন্ত্রী এলেন। সেগুলোর প্রয়োজন মনে করিনি আমি।
বাম রাজনীতিতে সক্রিয় হবেন কি না? জানতে চাইলে দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আমি সত্যি কথা বলি, সৎ পথে চলি। কিছু মানুষ আমাকে বোঝেন তাই আমার মনে হলো এই সময়ে আমার সমর্থন বা আমার সামনে আসা দরকার। যদিও আমি সক্রিয় রাজনীতিতে যোগ দেইনি। আমি সাপোর্টার হিসেবে রয়েছি। আমার টিকেটের লোভ-মোহ নেই। আমি নিজেকে যোগ্যও মনে করি না তার জন্য। আর সিপিএম পার্টি তারকা দেখে টিকেট দেয় না।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top