• *** জাতীয় *** জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে : রাষ্ট্রপতি *** জাতির পিতার পররাষ্ট্রনীতি আজও মেনে চলি : প্রধানমন্ত্রী *** সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী *** সারাদেশ *** দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় নিহত ২ , আহত ৭ *** ছয় বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতিবেশী যুবক গ্রেপ্তার *** সারাবিশ্ব *** পাকিস্তানে তুষার ধসে ১১ জনের মৃত্যু *** ঐতিহাসিক রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


পরিচালকের মুখের ওপর কথা বলার সাহস দিঘির নেই

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ১২:৪০

প্রার্থনা ফারদিন দীঘি

শিশু অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এখন বড় পর্দার নায়িকা। একসঙ্গে দু’টি ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে পদার্পণ করছেন তিনি।শিশু অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি এখন বড় পর্দার নায়িকা। একসঙ্গে দু’টি ছবিতে অভিনয় করে নায়িকা হিসেবে পদার্পণ করছেন তিনি।

তবে প্রথম ছবির প্রথম ট্রেলারেই নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন দীঘি। ট্রেলারে সন্তুষ্ট হতে পারেননি দর্শক। আশানুরূপ সাড়াও পড়েনি। উল্টো নেটিজেনরা ব্যাপক সমালোচনা করছেন। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘তুমি আছো তুমি নেই’ নিয়ে অনেক আশা ছিল কলাকুশলীদের মনে। পরিচালক এটিও আশা করেছিলেন, ‘তুমি আছো তুমি নেই’ হবে তার সবচেয়ে সফল সিনেমা। এমন পরিস্থিতিতে এ ছবির অভিনয় দর্শকদের পছন্দ না হওয়ার বিষয়টি নিজের কাঁধে নিতে রাজি নন দীঘি। তিনি আকার ইঙ্গিতে পরিচালকের ওপর দোষ চাপিয়েছেন। রোববার (৭ মার্চ) একটি গণমাধ্যমে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে এ বিষয়ে দীঘি বলেন, ‘আমরা যখন কোনো ফিল্ম করতে যাই তখন অনেক প্রত্যাশা নিয়ে অনেক বিশ্বাসের সাথে সবার ওপর আস্থা রেখে কাজ করি।’

তিনি বলেন, আমাদের অভিনয় শিল্পীদের কাজ কী? জাস্ট অভিনয়টা করা। আমরা পরিচালকের কথা অনুযায়ী অভিনয়টা করব। আমরা জাস্ট ওখানে একটা পুতুলের মতো থাকি। পরিচালক আমাদের ব্যবহার করবে। আমিও আসলে তাই ছিলাম। আমরা যারা গিয়েছি সবাই আসলে তাই ছিলাম। দীঘি আরও বলেন, আমরা (সেখানে) গিয়েছি, আমাদের অভিনয় করাবে, আমাদের যা ডিরেকশন দিবে আমরা তাই করব। তিনি বলেন, ওখানে পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝণ্টু। তিনি লিজেন্ডারি পরিচালক। তার মুখের ওপর কথা বলার সাহস-কলিজা কিছুই আমার নেই।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top