• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


নারী দিবস উপলক্ষে নওশাবা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২১ ১২:৫১

ফাইল ছবি

অভিনেত্রী নওশাবা আহমেদ বরাবরই আলাদা কিছু করার চেষ্টা করেন। সেটা বাচ্চাদের জন্য পাপেট শো হোক আর মানবসেবা। সঙ্গে নাটক-সিনেমা-বিজ্ঞাপনের বৈচিত্র্যময় উপস্থিতি তো থাকছেই।

 

তবে এবার নারী দিবসকে (৮ মার্চ) কেন্দ্র করে নওশাবা আহমেদ যেন নিজেকে ছড়িয়েছেন আরও বিস্তৃত পরিসরে। এই শহরের ৭টি পেশায় দায়িত্বরত নারীদের কাছে গিয়েছেন তিনি, মিশে গেছেন তাদের কর্মস্থলে। তুলেছেন একই সাজে ছবি। যার পুরোটাই নওশাবা করেছেন একান্তই নিজস্ব ভাবনা ও উদ্যোগে।  নওশাবা সেজেছেন অভিনেত্রী, গার্মেন্টসকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, ফটোজার্নালিস্ট, চিকিৎসক, গৃহিণী ও পুলিশ। এই ৭টি পেশাতে থাকা নারী ও তাদের প্রতিনিয়ত যুদ্ধ করে জয়ী হয়ে ফেরাকে সম্মান জানাতে এই আয়োজন করেছেন তিনি।

নওশাবা বলেন, ‘‘অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর’। আমাদের আশেপাশে প্রতিটি ক্ষেত্রে সর্বস্তরেই তো নারীর বিচরণ। সেই নারীদের কোন অবদান আর কোন ভূমিকাকে অস্বীকার করবো আমরা? আমি একজন শিল্পী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’’

তিনি আরও বলেন, ‘অভিনয়ের সাথে দীর্ঘদিনের পথচলায় আমি বিভিন্ন ভূমিকায় নারীকে পোট্রেইট করেছি। চেষ্টা করেছি যখন যেই চরিত্রে অভিনয় করতে হয়েছে সেটিকে সবার আগে অন্তরে ধারণ করতে। সেটা যেন সবার সামনে যথার্থভাবে তুলে ধরতে পারি সেই চেষ্টা করেছি। নারীর জন্য কোনও দিবস নেই, প্রতিটি দিনই একেকটি নারী দিবস। তবুও আনুষ্ঠানিকতার নিরিখে এই একটি দিনকে সামনে রেখে একা একাই কাজটি করার চেষ্টা করেছি।’ নওশাবা জানান, ৭ পেশায় দায়িত্বরত নারীদের সম্মান জানানোর এই উদ্যোগটি ফ্রেমবন্দী করেছেন সাকিব এহতেশাম।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top