• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


যার উদ্দেশ্যে ‘স্টিল আই বিলিভ ইন ইউ’ লিখলেন তাহসান

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ মার্চ ২০২১ ১১:৫৫

ছবিতে তাহসান রহমান খান

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান সামাজিক মাধ্যমে নানা সময়ে ব্যক্তিগত ও কাজের আপডেট দিয়ে থাকেন। তার অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রায় ৮৫ লাখ ভক্ত-অনুরাগী তাকে নিয়মিত অনুসরণ করেন।

সেই পেজ থেকে মঙ্গলবার (৯ মার্চ) রাতে একটি স্ট্যাটাস দিয়ে হৈচৈ ফেলে দিয়েছেন এই তারকা। মাত্র পাঁচ শব্দে তাহসান লেখেন- ‘স্টিল আই বিলিভ ইন ইউ’, অর্থাৎ এখনো তোমার প্রতি আমার বিশ্বাস আছে!

এই স্ট্যাটাস দেওয়ার সঙ্গে সঙ্গে রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। মাত্র দুই ঘণ্টার প্রায় লাখের কাছাকাছি মানুষ এতে রিয়েকশন দিয়েছেন আর ১২ হাজারেরও বেশি কমেন্ট পড়েছে এবং দুই হাজারেরও বেশি শেয়ার হয়েছে। তাহসান স্ট্যাটাসটি কেন লিখেছেন তারই উত্তর খুঁজছেন সবাই।

স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে অনেকে লিখেছেন, এটা তাহসানের নতুন গানের কথা, আবার কেউ কেউ মনে করছেন, তাহসান তার সাবেক স্ত্রী মিথিলাকে উদ্দেশ্য করে কথাটি লিখেছেন! আবার অনেকে লিখেছেন- দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স ইভ্যালির স্লোগান ‘বিলিভ ইন ইউ’কে প্রচার করছেন ‘যদি একদিন’খ্যাত এই অভিনেতা। বিষয়টি নিয়ে ইভ্যালির সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top