• ** জাতীয় ** রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা ** রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ** সারাদেশ ** এবার আখাউড়া দিয়ে ভারতে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ ** লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই ** সারাবিশ্ব ** জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ** পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


মানব জননী হাওয়া (আ:) এর সমাধি

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০২১ ২১:২১

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত হযরত হাওয়া আ: (ইভ/ EVE) এর সমাধি

পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তৃত হয়েছে হযরত আদম এবং তার সঙ্গীনী হাওয়া আলাইহিওয়াসাল্লামের মাধ্যমে। ইংরেজিতে ইভ বলেই পরিচিত হযরত হাওয়া (আ)। ইসলাম-খ্রিস্টান-ইহুদী, বেশিরভাগ ধর্মাবলম্বীরা এটাই বিশ্বাস করেন। তাই সবার কাছে শ্রদ্ধার পাত্র তিনি। সেই আগ্রহ থেকে অনেকেই জানতে চান হযরত হাওয়া আ: পৃথিবীতে কোথায় এসেছিলেন, আর তাঁর কোন নমুনা এখনও আছে কিনা।

আসমানী কিতাব অনুসারী বিভিন্ন ধর্মের বর্ণনায় জানায় যায়, হযরত হাওয়া (আ:) এসেছিলেন বর্তমান সৌদি আরবের জেদ্দায়। পৃথিবীতে এসে হযরত আদম (আ:)  এর সাথে দেখা হয় আরাফা’র ময়দানে। এখনও স্বাক্ষী হিসেবে জাজ্জল্যমান আদম সন্তানদের জননী হযরত হাওয়া আ: এর কবর।

মুসলমানদের সবচেয়ে পবিত্র স্থান মক্কার বায়তুল্লাহ শরীফ, অর্থাৎ মসজিদুল হারম থেকে মা হাওয়ার কবরের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। জেদ্দায় অবস্থিত এ কবরস্থানের সামনে আরবীতে লেখা আছে মাকবুরাতুন হাওয়া। অর্থাৎ হাওয়ার কবর।

তবে কবরস্থানে অসংখ্য কবর আছে। এর মধ্যে হাওয়া আ: এর কবরটি সুনির্দিষ্ট নয়। কবরস্থানে ছবি তোলা নিয়েও আছে নিষেধজ্ঞা।

তবুও অনেক ধর্মপ্রাণ মুসলমান, মক্কায় হজ্জ করতে এলে, সুযোগ নিয়ে দেখতে আসেন আদম সন্তান জননীর কবর।

এনএফ৭১/জুআসা/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top