মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

ইলিয়াস উদ্দীন মোল্লাহর সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৭:১২

সংগৃহীত

ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দীন মোল্লাহর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রেক্ষিতে আদালত তার উল্লেখযোগ্য সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত ইলিয়াস উদ্দীন মোল্লাহর পল্লবী, মিরপুর, শাহ আলী ও সাভার থানার ৬৯৪ শতাংশ জমি, একটি সুপারমার্কেট এবং একটি ফ্ল্যাট জব্দের নির্দেশ দেন। এছাড়া তার নামে থাকা একটি গাড়ি, একটি প্রাইজবন্ড ও ১৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের পক্ষে উপপরিচালক মোজাম্মিল হোসেন জানান, ইলিয়াস উদ্দীন মোল্লাহ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।

আবেদনে বলা হয়েছে, আসামির সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে তার স্থাবর ও অস্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর না করা যায়, সেই কারণে সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top