বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২৬, ১৪:১৩

সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ। তার বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের পাবলিক প্রসিকিউটর তারিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পক্ষ থেকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ১৫ জানুয়ারি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগে। এর আগে ২০২৫ সালের ১৪ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়।

এরপর আদালতে জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর হয়ে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয় এবং বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top