• *** জাতীয় *** অশান্তি তৈরি করলে রাজপথে জবাব দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী  *** কমেছে পেঁয়াজ-মুরগি-সবজির দাম, স্বস্তিতে ক্রেতারা *** সৌদি পৌঁছেছেন ৬৭১০৫ হজযাত্রী *** সারাদেশ *** ২ সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ স্বাভাবিক, না হলে ক্ষমা করে দিয়েন: পরিকল্পনামন্ত্রী *** কুরবানির হাট মাতাতে আসছে কোটি টাকার ‘যুবরাজ’ *** সারাবিশ্ব *** বিমান বিধ্বস্তের ৪০ দিন পর আমাজন থেকে উদ্ধার ৪ শিশু *** দক্ষিণ সোমালিয়ায় মর্টার শেল বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত ২৭ জন নিহত হয়েছেন *** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com *** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd *** সব ধরনের ভিডিও চিত্র দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


দেশে ভিন্ন একটি বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে: ডা. জাফরুল্লাহ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০ ০৯:০৯

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে ভিন্ন একটি বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে রাজনৈতিক দলের নিবন্ধনের কালো আইন বাতিল ও নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি’তে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ বলেন, বর্তমানে দেশে একটি ভিন্ন নামে বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই এটা চলতে দেয়া যায় না। গণতন্ত্রের নামে ছেলেখেলা করে লাভ নেই। আজকের জনগণকে প্রকৃত মানবিক এবং সুষ্ঠু গণতন্ত্র দিতে হবে। সবাইকে কথা বলার অধিকার দিতে হবে। সুষ্ঠু ও মানবিক গণতন্ত্র ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই।

বিচারকদের উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ বলেন, জজ সাহেবদের বিবেকবান হতে হবে। জজ সাহেবরা ভয়ে লুকিয়ে থাকেন। ভার্চ্যুয়াল কোর্ট করে বেড়ান। তিনি বলেন, রাস্তায় কি আমরা বের হচ্ছি না? গাড়ি-ঘোড়া চলছে না? কার বুদ্ধিতে এসব করা হচ্ছে আমরা জানি।

তিনি বলেন, অন্ধ নুরুল হুদা সাহেব আর কতদিন সরকারকে ক্ষমতায় রাখবেন জানি না। তিনি কীভাবে এত মিথ্যা কথা বলেন জানি না। খোদা ওনাকে দোজখে নিয়েও হয়তো খুশি হবেন না।

এসময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন নঈম জাহাঙ্গীর, সৈয়দ হারুন অর রশিদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ অনেকে।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top