• ** জাতীয় ** রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ** কাজের ভিসায় অস্ট্রেলিয়া যেতে আগ্রহীদের জন্য সতর্কবার্তা ** রোহিঙ্গাদের আরও সাড়ে ১১ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ** সারাদেশ ** এবার আখাউড়া দিয়ে ভারতে গেল ৩ হাজার ২২৫ কেজি ইলিশ ** লক্ষ্মীপুরে ১০ দোকান আগুনে পুড়ে ছাই ** সারাবিশ্ব ** জাতিসংঘের বিপুল সংস্কার প্রয়োজন : জার্মান পররাষ্ট্রমন্ত্রী ** পাকিস্তান ভিক্ষা করছে, ভারত চাঁদে যাচ্ছে : নওয়াজ শরীফ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


বাংলাদেশে বোমা নিষ্ক্রিয় করবে রোবট

শাকিল খান | প্রকাশিত: ২২ মে ২০২৩ ১৮:২৫

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঝুঁকি নিয়ে আর বোমা নিষ্ক্রিয় করতে হবে না। রোবটের সাহায্যে বোমা নিষ্ক্রিয় করা যাবে। এ জন্য রোবট নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। রোবট চালানোর জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রবিবার (২১ মে) চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে সপ্তাহখানেক আগে দুটি বোমা নিষ্ক্রিয়কারী এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোসাল (ইওডি) রোবট আনা হয়। এগুলো পরিচালনার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের বোমা নিষ্ক্রিয়করণ দলের ৯ জন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন সদস্য।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট চট্টগ্রামের উপকমিশনার মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, আগে ঝুঁকি নিয়ে বোমা নিষ্ক্রিয় করতে হতো। এখন সেই কাজটি রোবট করবে। সন্দেহজনক স্থানে রোবট পাঠিয়ে প্রথমে সবকিছু স্ক্যান করা হবে। এতে বোঝা যাবে, বোমার ভেতর কী রয়েছে বা বোমা কতটা শক্তিশালী। স্ক্যান করার পর রিমোটের সাহায্যে রোবট দিয়েই বোমা নিষ্ক্রিয় করা যাবে।

মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, স্ক্যান করার পর রিমোটের সাহায্যে রোবটই বোমা নিষ্ক্রিয় করতে পারবে। শুধু বোমা নয়, ল্যান্ডমাইন থেকে শুরু করে অবিস্ফোরিত গোলাবারুদের বিস্ফোরণ পর্যন্ত ঘটাতে পারবে এসব রোবট।

তিনি বলেন, রোবট পরিচালনা শেখানোর জন্য প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে। দুই সপ্তাহ ধরে এই প্রশিক্ষণ চলবে।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top