সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১৬ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী ** যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী ** যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনের পথে প্রধানমন্ত্রী ** সারাদেশ ** পুলিশের সঙ্গে রউফ বাহিনীর গোলাগুলি, আটক ৬ ** হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু ** সারাবিশ্ব ** পানির নিচে নিউইয়র্ক, জরুরি অবস্থা জারি ** পাকিস্তানে ঈদে মিলাদুন্নবির মিছিলে বোমা হামলা, নিহত ৫২ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল চীনা জাহাজ

রাজিউর রেহমান | প্রকাশিত: ১১ জুন ২০২৩ ০০:১৩

ছবি: সংগৃহীত

কয়লা সংকট নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। কয়লার সংকটের কারণে বন্ধ হয়েছে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র। গত ৫ জুন থেকে বন্ধ দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎকেন্দ্র পায়রা আর ৯ জুন থেকে বন্ধ রয়েছে বাঁশখালীর এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্র।

তবে বিদ্যুৎকেন্দ্র দুটি বন্ধ হওয়ার দুঃসংবাদের মধ্যেই সুখবর নিয়ে এলো চীনের একটি পতাকাবাহী জাহাজ। শনিবার (১০ জুন) রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় পৌঁছেছে চীনা কয়লাবাহী জাহাজটি। এমভি জে হ্যায় নামের জাহাজটিতে রয়েছে ২৬ হাজার ৬২০ টন কয়লা।

জাহাজ থেকে খালাস করা কয়লা এরইমধ্যে লাইটারেজে করে নেওয়া হচ্ছে তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে। তারপর তা স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংরক্ষণ করা হচ্ছে কেন্দ্রটির শেড ও গোডাউনে।

জে হ্যায়ের স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, কয়লা নিয়ে চীনের পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায় ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়েছে। জাহাজ থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

এরআগে, ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার মেট্রিক টন এবং ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা এসেছিল মোংলা বন্দর হয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top