শিক্ষকরা দিলেন সরকারের কাছে আলটিমেটাম
এক মাস সময়, নইলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫, ১৮:০১
                                        এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে সরকারকে এক মাস সময় দিলেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’। দাবিগুলো মানা না হলে শুরু হবে কর্মবিরতি!
বুধবার, শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে বৈঠকের পর প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি ছিলেন ১২ সদস্যের প্রতিনিধি দলের একজন।
তিনি জানান— এক মাসের মধ্যে দাবি না মানলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সমাধান না হলে, ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সব দাবি একসাথে পূরণ সম্ভব নয় বলেও জানানো হয়। প্রাথমিকভাবে বাড়ি ভাড়া ২০% বৃদ্ধি ও চিকিৎসা ভাতা ৫০০ থেকে ১০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হচ্ছে। শিক্ষকরা বলছেন— দাবিগুলো দ্রুত কার্যকর করতে হবে, নইলে কঠোর আন্দোলন অনিবার্য!
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।