বিশ্ব মাতৃদুগ্ধ দিবস ২০২৫: শিশুর স্বাস্থ্য অগ্রাধিকার

স্তন্যপানকে অগ্রাধিকার দিন: টেকসই সহায়তা গড়ে তুলুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৭:৫৬

ছবি: সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকার শিশুরোগবিদ্যা একাডেমি বলেছে, শিশুকে জন্মের প্রথম ছ’মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো উচিত। এর পরেও দু’বছর বা তার বেশি বয়স পর্যন্ত পরিপূরক খাদ্যের সঙ্গে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়। মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বুদ্ধি ও শারীরিক বৃদ্ধি নিশ্চিত করে।

মায়ের দুধ শিশুর জন্য পুষ্টির উৎস এবং মায়ের জন্যও উপকারী। এটি জন্মের পর রক্তক্ষরণ কমায়, জরায়ু ও স্তনের ক্যান্সার ঝুঁকি হ্রাস করে এবং মায়েদের দ্রুত সুস্থ হতে সাহায্য করে।

বাংলাদেশ সরকার মাতৃদুগ্ধ সপ্তাহে সচেতনতামূলক প্রচারণা চালায়, অন্তঃসত্ত্বা মা ও শিশুদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে অবহিত করে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য বিরতি ও শিশুর যত্নের সুবিধা নিশ্চিত করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় পুষ্টি পরিষদ ও বিবিএফসহ বিভিন্ন সংস্থা একসাথে কাজ করছে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম মাতৃদুগ্ধের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, শুধু কাগজে নয়, বাস্তব জীবনে টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

মায়ের বুকের দুধ শিশুর স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসুন, সবাই মিলে শিশুদের সুস্থ ও পুষ্টিকর ভবিষ্যৎ নিশ্চিত করি।

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top