বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

"এ" ক্যাটাগরিতে উন্নীত হলো সাতক্ষীরা জেলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১২:২৩

ছবি: সংগৃহীত

পরিবেশগত বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘এ’ ক্যাটাগরি জেলায় করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নতুন থানা গঠন ছাড়াও স্বাস্থ্যের দুই বিভাগকে একত্রীকরণ, সাতক্ষীরা জেলাকে ‘এ’ ক্যাটাগরিতে রূপান্তরসহ মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী শাসনমালে সাতক্ষীরার মানুষের ওপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। এই জেলাতে সুন্দরবন আছে। এখন সাতক্ষীরার সঙ্গে ভোমরা বন্দর যুক্ত হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতক্ষীরা আমাদের দেশের জন্য এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট। তো সেটা বিবেচনায় এটাকে ‘এ’ ক্যাটাগরি জেলা হিসেবে অনুমোদিত হয়েছে।
এর আগে ৭ টি উপজেলা ও ৮ থানা এবং দুটি পৌরসভা নিয়ে সাতক্ষীরা ছিল "বি" ক্যাটাগরি জেলা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top