বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

পিরোজপুর-১

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়ন বৈধ রাখায় আলোচনায় বিএনপি প্রার্থী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৩

ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনে বিএনপি ও জামায়াতের দুই প্রার্থীর এক ব্যতিক্রমী রাজনৈতিক সিদ্ধান্ত দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

দেশব্যাপী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শনিবার সম্পন্ন হয়েছে। সারাদেশের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাইয়ের ফলাফল ঘোষণা করা হয়। এই প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও একাধিক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। কোথাও কোথাও মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে উত্তেজনা দেখা গেছে।

তবে এসব ঘটনার মধ্যেই পিরোজপুর-১ আসনে এক ব্যতিক্রমী ঘটনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদীর মনোনয়ন বৈধ রাখার পক্ষে অবস্থান নেন। মাসুদ সাঈদী সাবেক সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের একপর্যায়ে মাসুদ সাঈদীর প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দিলে অধ্যক্ষ আলমগীর হোসেন নিজের পক্ষ থেকে ‘নো অবজেকশন’ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতিতে একসঙ্গে সক্রিয় থাকায় তিনি মাসুদ সাঈদীর পাশে দাঁড়াতে চান।

তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকলে বিষয়টি নিয়ে আর অগ্রসর না হওয়ার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানাচ্ছি।”

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি রাজনৈতিক সৌজন্য এবং গণতান্ত্রিক চর্চার উদাহরণ হিসেবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top