রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ২১:৩৫

সংগৃহীত

আগামী ২২ জানুয়ারি সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে দলের মিডিয়া সেল।

বার্তায় জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচারণার অংশ হিসেবে তিনি প্রথমে সিলেটে গিয়ে শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং এরপর নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।

ঢাকা-১৭ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানা এলাকা নিয়ে গঠিত। এই আসনের আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একটি অংশ অন্তর্ভুক্ত রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সংশ্লিষ্ট আসনগুলোতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top