বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

নারী কর্মীদের ওপর হামলায় তওবা ও ক্ষমা চাওয়ার আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলায় জড়িতদের তওবা করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি সতর্ক করে বলেন, “বলে দিচ্ছি, আমাদের চেয়ে মায়েদের জীবনের মূল্য বেশি। মাকে সম্মান করো, অন্যথায় ভবিষ্যৎ পরিণতির জন্য প্রস্তুত হও।”

বুধবার রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল মাঠে ঢাকা-১৫ আসনের নারী সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির। এর আগে তিনি দিনভর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ ও ভোটের প্রচার চালান এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর কোন দল কী ভূমিকা রেখেছে—তা বিবেচনা করেই ভোট দিতে হবে। তরুণীদের উদ্দেশে তিনি বলেন, “বেকার ভাতা দেব না। যথার্থ শিক্ষা দেব। ভাষাগত দক্ষতা অর্জনের ব্যবস্থা করব। বেকার ভাতা মানে অপমান। তোমাদের কাজ দেব।”

নির্বাচিত হতে পারলে নারীদের জন্য বাস সার্ভিস, ডে কেয়ার ও বেবি কেয়ার সেন্টার চালুর প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, “মায়েদের কাজ শুধু ছোট বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। বাইরেও দায়িত্ব পালন করতে হবে। নারীর জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করবে জামায়াত।”

তিনি প্রত্যেক পুরুষকে স্ত্রীদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান। নারী সাহাবিদের ত্যাগ ও কর্মক্ষেত্রে সক্রিয়তার উদাহরণ টেনে বলেন, ঘরের বাইরে কাজ করা ও চাকরি করা ইসলামসম্মত; ইসলাম প্রদত্ত অধিকার কেউ কেড়ে নিতে পারে না।

গণসংযোগে জামায়াত আমির বলেন, চুরি ও দুর্নীতি বন্ধ করা গেলে পাঁচ বছরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। অপশাসনের কবলে পড়লে ৫০ বছরেও জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। জামায়াত ক্ষমতায় এলে কেউ অপরাধ করে পার পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দাঁড়িপাল্লায় ও ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ যেন কোনো গোষ্ঠীর রাজ্যে পরিণত না হয়। “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। গুম ও খুন না চাইলে হ্যাঁ ভোট দিতে হবে,”—বলেন তিনি।

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, নির্বাচিত হলে বেহাল ও ভঙ্গুর রাস্তাঘাট, ড্রেন সংস্কার করা হবে; মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে; মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকার কার্যালয়ে জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের অকৃত্রিম সমর্থন অব্যাহত থাকবে।

শুক্রবার ও শনিবার দুই দিনের সফরে কুমিল্লা যাচ্ছেন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি জেলার চারটি পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top