5268

05/29/2023 কোটালীপাড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূ, ধর্ষক আটক

কোটালীপাড়ায় ধর্ষণের শিকার এক গৃহবধূ, ধর্ষক আটক

কোটালীপাড়া থেকে:

৯ মার্চ ২০২১ ১৫:০৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। সোমবার (০৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার ঘাঘর কান্দা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক মো: নাসির খান (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ বলেন, আমার স্বামী একজন অটোভ্যান চালক। অটোভ্যান চালিয়ে সে গভীর রাতে বাড়ি ফেরে। ঘটনার দিন আমার স্বামীর জন্য ঘরের দরজা খোলা রাখি। এই সুযোগে আমার প্রতিবেশী মো: দুলাল খানের ছেলে মো: নাসির খান ঘরে প্রবেশ করে আমাকে জোর পূর্বক ধর্ষণ করে। আমি চিৎকার দিলে আশে-পাশের লোকজন এসে ধর্ষক নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ধর্ষক মো: নাসির খানকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষক মো: নাসির খানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএফ৭১/আরএইচ/২০২১

সম্পাদক : আবু জাফর সুর্য
যোগাযোগ: বাড়ি-৫৪৮, রোড-১৩, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬
ফোন: ০২ ৮৪১৮০৭৬
ইমেইল: newsflash71info@gmail.com