রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

খুলনায় ট্যাংকলরি নেতা ফরহাদসহ ৩জন গুলিবিবৃদ্ধ

Nasir Uddin | প্রকাশিত: ২৭ মে ২০২৫, ১৮:১৯

ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি: খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে ট্যাংকলরি মালিক সমিতির সাবেক মহাসচিব এবং ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ফরহাদ হোসেনসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪ টার দিকে খালিশপুর থানাধীন যমুনা রোডে মালা গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, শেখ ফরহাদ হোসেন তার ব্যক্তিগত গাড়িতে যাওয়ার সময় তার রাস্তা আটকায় ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী। এসময় তারা গাড়ির উপর শর্ট গান দিয়ে এলোপাথাড়ি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে ফরহাদ হোসেনের বাম কানে গুলি লাগে এবং তার ড্রাইভার মোঃ মনিরুল ইসলামের বাম হাতে গুলি লাগে এবং তার ম্যানেজার মোঃ সোহেল এর পিঠেও গুলি লাগে।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাযন। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নং ওয়ার্ডে ভর্তি আছেন।

স্থানীয়রা আরও জানান, হামলাকারীদের সকলের মুখে মাস্ক পরা ছিল। ৩ টি মোটরসাইকেল ৬ জন যুবক তাদের গুলি করতে-করতে পালিয়ে যায়।

খালিশপুর থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সূত্র মতে জানা যায় হামলাকারীর মুখে মাস্ক পরা ছিল। তারা একাধিক রাউন্ড গুলি চালায়। আহত দের বুক, পিঠ ও ঘাড়ে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top