শনিবার, ৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

ছাত্র-জনতার ভয়ে ডোবায় ঝাঁপ দিলেন সাবেক মেয়র, অতঃপর...

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ১৩:০৯

ছবি: সংগৃহীত

সাবেক মেয়র, এক সময়ের দাপুটে নেতা আজ ছাত্র-জনতার ধাওয়ায় লুকিয়ে পড়লেন ডোবায়! যশোরের কেশবপুরে ঘটে গেল এক রুদ্ধশ্বাস নাটকীয়তা, যেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

বুধবার দুপুর ৩টার দিকে কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় এক বাড়ি ঘিরে ফেলেন ছাত্র-জনতা। ঘটনার মূল চরিত্র—কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম।

ছাত্র-জনতার উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে তিনি আশ্রয় নেন পাশের এক বাড়িতে। কিন্তু সেখানেও রক্ষা হয়নি। ধাওয়া খেয়ে শেষমেশ ঝাঁপ দেন একটি ডোবায়! ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় রফিকুলকে।

পুলিশ জানায়, সাবেক মেয়রের বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক আইনের মামলাসহ নাশকতা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ। গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি।

জানা গেছে, কেশবপুরে এক সময় ত্রাস ছড়ানো জামাল বাহিনীও পরিচালিত হতো তার নেতৃত্বে। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল দীর্ঘদিন ধরে। আজ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

জনগণের ক্ষোভ, ছাত্র-জনতার ধাওয়ার ভয় আর আইনের গ্রেফতার—সব মিলে সাবেক মেয়রের নাটকীয় পতন যেন বর্তমান সময়ের প্রতিচ্ছবি। এই ঘটনা আবারও প্রমাণ করলো—জনতার রোষ থেকে কেউ রক্ষা পায় না। আর কেশবপুরের মানুষ আজ এক দমবন্ধ সময়ে হাঁফ ছেড়ে বলছে—এই ছিল তার পরিণতি!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top