রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

বুড়িগঙ্গা পলিথিনে ভরা, তুলবো কোথায়? প্রশ্ন করলেন রিজওয়ানা হাসান

গোলাম মোস্তফা | প্রকাশিত: ১২ জুলাই ২০২৫, ১৭:৫২

ছবি: সংগৃহীত

সাভার থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা—জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব রেখে সুশাসন সম্ভব নয়, এমনই মন্তব্য করলেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার, সাভার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি— যেখানে ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা রোপণের ঘোষণা দেওয়া হয়। এই কর্মসূচির উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন—মানুষ এখন আর অন্যায় মেনে নিচ্ছে না। আমরা ভাবি জনগণ সংগঠিত না, কিন্তু বাস্তবে বিভিন্ন জায়গায় মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ করছে। এটা স্পষ্ট ইঙ্গিত—অপশাসন আর চলবে না।

তিনি আরও বলেন—৫৩ বছর ধরে চলা একটি দেশের পরিবর্তন হুট করে আসবে না, কিন্তু পরিবর্তনের সূচনা হয়েছে। জনগণ ব্যর্থ হলে সরকার ব্যর্থ হয়—এই দায় শুধু নেতাদের না, সবার।

নদী দখল ও দূষণ প্রসঙ্গে তিনি বলেন—বুড়িগঙ্গার নিচে জমে আছে পলিথিন। তুলবো কোথায়? রাখবো কেমন করে? এই বাস্তবতাও আমাদের ভাবতে হবে। পরিবেশ অধিদপ্তরে মাত্র চারজন ম্যাজিস্ট্রেট—এই সীমাবদ্ধতা নিয়েও আমরা কাজ করছি।

তিনি জানান, কর্ণপাড়া খাল, তুরাগ ও বুড়িগঙ্গা দখলমুক্ত করতে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। চীন ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে কথা চলছে—কিভাবে বর্জ্য প্রক্রিয়াজাত করা যায় তা নিয়েও কাজ চলছে।

নদী শুধু চাকরি দেয় না, নদী লক্ষ লক্ষ প্রাণ বাঁচিয়ে রাখে। এক সময় ঢাকার নদী থেকে মাছ আসতো, এখন আসে বিষ।শেষে তিনি সবাইকে আহ্বান জানান—দূষণ রোধে এগিয়ে আসুন, কারণ এই দেশ আমাদের সবার।

উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, জেলা প্রশাসক তানভীর আহমেদসহ স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top